জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ, বি, সি, ডি ও ই’ ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি রবিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে এ, বি, সি, ডি ও ই ইউনিটে প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ২৭ এপ্রিল (রোববার) দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ মে (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের https://jnuadmission.com ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। ভর্তি ফি জমা দেওয়া শিক্ষার্থীদের ২৭ এপ্রিল থেকে ৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বিভাগীয় কনফারমেশন স্লিপ সংগ্রহ করতে হবে।
বিভিন্ন অনুষদ ও বিভাগভেদে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা। বিজনেস স্টাডিজ অনুষদে ১০ হাজার ৪০০ টাকা। কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ ও ইনস্টিটিউটসমূহে ১০ হাজার ৪০০ টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদ ব্যবহারিক ক্লাসসহ ১২ হাজার ৪০০ টাকা।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে তা উল্লেখ করে বলা হয়-
১.এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র;
২. ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ড;
৩. অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফি জমা না দিলে প্রাপ্ত বিষয়টি বাতিল হয়ে যেতে পারে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। তাই শিক্ষার্থীদের সময়মতো সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য