শনিবার, ২২ মার্চ ২০২৫
 

ব্যানার ছেড়ার ঘটনায় জাবি ছাত্রদলের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৫

---

জাবি প্রতিনিধি, 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে  বিশ্ববিদ্যালয়ের সকল হলে টানানো হয় শুভেচ্ছা ব্যানার। কিন্তু ২১ নং হলের ব্যানার ছিড়ে ফেলে কিছু শিক্ষার্থী। এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে জাবি ছাত্রদল।

 ১০ ফেব্রুয়ারি (সোমবার) জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর ও ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।

 

প্রতিবাদলিপিতে তারা বলেন, ২১ নং হলে টানানো ব্যানার কিছু দুষ্কৃতিকারী তাদের গোপন উদ্দেশ্য হাসিলের জন্য রাতের অন্ধকারে গোপনে ছিঁড়ে ফেলে।

 

আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিতের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon