মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
 

বাংলাদেশে দুর্নীতি, লুটপাট ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে লিফলেট বিতরণ

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২ জুন ২০২৪

---

মাজহারুল হাসান রাকিব, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশে দুর্নীতি, লুটপাট ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে গত কয়েকদিন ধরে লিফলেট বিতরণ করা হচ্ছে।উক্ত বিষয়কে কেন্দ্র করে আগামী ১০ জুন সোমবার যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে “দুর্নীতি, লুটপাট ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘন নাগরিকের দায়িত্ব-করণীয়” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে লন্ডনের বিভিন্ন জায়গায় প্রচার ও লিফলেট বিতরণ করে সংগঠনটি।ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোঃ রায়হান উদ্দিন এর নেতৃত্বে প্রচারণা ও লিফলেট বিতরন কর্মসূচিতে উপস্হিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী ,সহ সভাপতি এস এম রেজাউল করিম, আবুল মনসুর, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, আমিনুল ইসলাম সফর, মোহাম্মদ ইকবাল হোসেন , সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম , এম এম ইয়াজদিন , তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান ,

শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান চৌধুরি, নির্বাহি সম্পাদক জামাল উদ্দিন আহমদ , লতিফ মিয়া প্রমুখ।সংঘঠনের সভাপতি মোঃ রায়হান উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে যে পরিমানে দুর্নীতি এবং লুটপাট হচ্ছে বিশ্বের আর কোনো দেশে এমন পরিস্থিতি আছে কি না সন্দেহ এবং এসব দুর্নীতির প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে যার কারণে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত নিন্মমূখী হচ্ছে।তিনি আরও বলেন বাংলাদেশের এমন পরিস্থিতিতে সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১০ জুনের আলোচনা সভায় সকল দল-মতের বাংলাদেশী মানুষদের ঢল নামবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon