বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
 

রাজধানীর ডেমরা থেকে ১৫টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব

জাহাঙ্গীর আলম পলক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩

ফাইল ফুটেজ

রিপোর্ট- জাহাঙ্গীর আলম পলক , 


রাজধানীর ডেমরার খাঁননগরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ককটেল ও ককটেল তৈরির সরজ্ঞামাদি উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করেছেন র‌্যাব।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরায় খাঁননগর এলাকার পরিত্যক্ত বাড়িটি ঘিরে রাখে র‍্যাব-৩।

বাড়িতে নাশকতার উদ্দেশ্যে ককটেল তৈরির সময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি ককটেল এবং ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।

ছবি: যুগের কণ্ঠস্বর

ঘটনা স্থল থেকে সংবাদ সম্মেলন করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কে আটক করা হয়। এবং এই পর্যন্ত ৬ ককটেল বিস্ফোরণ এর ঘটনা তারা ঘটিয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রথামিক ভাবে অভিযান শেষ হয়েছে। তারা দুজনই বিএনপির কর্মী এবং ককটেলের অন্যতম যোগানদাতা। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় বিস্ফোরক আইনে মামলা গ্রহণ এর প্রস্তুতি চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon