মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
 

সিদ্ধিরগঞ্জের ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার ০৪।

JK0007
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩

---

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের ০৪ নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে ৪০ বোতল  ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়  ডিবি পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো, ০১/ মোঃ ইলিয়াস হোসেন (৩২), ০২/ মোঃ রুবেল (২৮), ০৩/ মোঃ ইমু (২৫) ০৪ হুসাইন (২৩)। ২৩ (জুলাই) রবিবার বিষয়টি নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন।

গ্রেফতারকৃত মোঃ ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আল মামুন।


ডিবি পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই শিবলী কায়েছ মীর, এসআই আতিকুর রহমান ও এসআই শাকিব হাসানের নেতৃত্বে একটি দল শিমরাইল টেকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াস, তার ভায়রা মোঃ রুবেল, শ্যালক মোঃ ইমু ও সেলসম্যান হুসাইনকে গ্রেফতার করে। তাদের দেহ তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon