রবিবার, ২৫ মে ২০২৫
 

সেহরির সময় মাইকে ডাকাডাকির জেরে ইমামের ওপর হামলা

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৩

---

রুমান শাহরিয়ার, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সেহরির সময় মাইকে ডাকাডাকির জেরে মসজিদের ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হামলার অভিযোগ উঠেছে জাকির হোসেন(২৮) নামের এক যুবকের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (০৭ই এপ্রিল) বিকেলে উপজেলার সরদারপাড়া তৌহিদি মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলটি বাহাদুরাবাদ সরদারপাড়া জামে মসজিদ থেকে বের হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে গিয়ে সমবেত হয় এবং প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভকারী মুসল্লিরা জানান, বৃহস্পতিবার রাতে সেহরির সময় উপজেলার সর্দারপাড়া জামে মসজিদের পেশ ইমাম নুর মোহাম্মদ সোহাগ মাইকে সেহরি খাওয়ার এলান দেওয়া শুরু করলে ওই এলাকার নাদু ব্যাপারীর ছেলে জাকির হোসেন মসজিদের ইমামের বিরুদ্ধে মাইকে অতিরিক্ত ডাকাডাকির অভিযোগ তোলেন। পরে ওইদিন দিবাগত রাতে তারাবীহ এর নামাজ শেষ হলে ইমাম নুর মোহাম্মদকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি এবং একপর্যায়ে গায়েও হাত দেন তিনি।

সর্দারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ সোহাগ যুগের কণ্ঠস্বরকে জানান, সেহরির সময় মাইকে ডাকাডাকির জেরে জাকির ভাই আমাকে একা পেয়ে গালিগালাজ ও মারধর করেন।

গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সর্দারপাড়া গ্রামের এক স্থানীয় বাসিন্দা জানান, জাকির হোসেন প্রায় প্রতিদিনই মদ-গাঁজাসহ নেশাদ্রব্য সেবন করতেন। যার কারণে সে রমজান মাসে সেহরির সময় মসজিদের মাইকে রোজাদারদের ডাকতে বাঁধার সৃষ্টি করেন।

এবিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শ্যামল চন্দ্র ধরকে যুগের কণ্ঠস্বর প্রতিনিধি ফোন করলে তিনি মুঠোফোনে জানান, প্রতিবাদী বিক্ষোভ সমাবেশের বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ইমামের স্বাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon