রবিবার, ২৫ মে ২০২৫
 

মাদারীপুরে বিপুল পরিমান গাঁজা ও বিদেশী মদসহ দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৪ মার্চ ২০২৩

---
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুর RAB-৮ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল RAB গোয়েন্দা দপ্তরের সার্বিক সহায়তায় কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল ও স্কোয়াড কমান্ডার এ এস পি লুতফর এর নেতৃত্বে আছমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামী (১) মোঃ শাকিল হোসেন(২০), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-মৃত জাহানারা খাতুন, সাং-রামচন্দ্রপুর বাল্যক, থানা-বনপাড়া, জেলা-কুমিল্লা, (২) মোঃ সাকিব (২২), পিতা-মোঃ হাসেম, মাতা-মোছাঃ কুলসুম আক্তার, সাং-সালদানদী নোয়াপাড়া, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া দ্বয়কে গাঁজা ও বিদেশীমদসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীদের নিকট হতে ৩২ (বত্রিশ) কেজি গাঁজা, ও ০১ (এক) বোতল বিদেশী মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল, ০২টি সীমকার্ড এবং মাদক বিক্রয়ের নগদ ১,৯০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার আন্তজেলা মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও বিদেশীমদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজা, বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon