সোমবার, ২৬ মে ২০২৫
 

পাথরঘাটায় বিট কর্মকর্তা আল-আমিনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে মানববন্ধন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৩

---

জাকির হোসেন খান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটায় হরিনঘাটা বিট কর্মকর্তা মো. আলামিন এর বিরুদ্ধে ঘুষ দুর্ণীতির অভিযোগে মানববন্ধন করেন সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনসহ ইউপি সদস্য ও ভুক্তভোগী জনগণ। সকাল সাড়ে ১০ ঘটিকায় হরিণঘাটা মুজিব কেল্লার সামনে ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তাব্য রাখেন পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ইউপি সদস্য সাকিল আহম্মেদ সিবু, আঃ রাজ্জাক, হারুন হাওলাদার, ভুক্তভোগী হরিণঘাটা গ্রামের মো.শাকিল আহমেদ, হেমায়েত হোসেন আরৎদার, ফারুক মৃধা, বাদল মিয়া, জয়নাল আবেদিন, মো.জাকির, সোহাগ চৌকিদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গল থেকে লাকড়ি আনলে বিট কর্মকর্তা আলা-আমিন বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করে ঘুষ আদায় করেন। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা জেলে বাদল মিয়া বলেন, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। তিনি আরো বলেন এরকম আরো অনেকের কাছ থেকে চাঁদা আদায় করেন উক্ত বিট কর্মকর্তা।
চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, হরিণঘাটা এ বিট কর্মকর্তা আলা-আমিনের সম্পর্কে বিভিন্ন সময় নানা অভিযোগ ইতিপূর্বে একাধিকবার পেয়েছি। এ বিষয়ে পাথরঘাটা মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনা করলে তার পক্ষে রেঞ্জকর্মকর্তা ক্ষমা চেয়ে আর এরকম ঘটনা ঘটবে না বলে স্বীকার করেন। কিন্তু পরবর্তীতে আবারো তিনি একই দুর্নীতি ও ঘুষ আমার এলাকার জনসাধারণের কাছ থেকে নিয়ে থাকেন। একই সাথে তারে দুর্নীতিতে বাঁধা দেয়ায় আমার ইউনিয়ন পরিষদের সদস্য ফায়জুল কবিরের বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে এই দুর্নীতি ঘুষখোর বিট কর্মকর্তা আল-আমিনকে দ্রুত অপসারণের জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে বিট কর্মকর্তা আলামীন বলেন, আমি বন রক্ষার্থে সরকারী বিধি মোতাবেক বেশকিছু মামলা দায়ের করেছি ইতিপূর্বে। যা এর আগে কোনও বিট কর্মকর্তা করেনি। এসব করার কারনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে।##

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon