![]()
মোঃ শাকিল মোল্লা ,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপভ্যানসহ আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় চালানো বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার দুই চোরাচালানকারী হলেন—গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮) এবং নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে একটি চক্র চোরাই গরু নিয়ে পিকাপে করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ভোররাতে ভোলাই মাতুব্বার পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পিকাপসহ দুই সদস্যকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি চোরাই ষাঁড় গরু ও গরু পরিবহনে ব্যবহৃত পিকাপ (নম্বর—ঢাকা মেট্রো ন-২১-৬৫৩৪) জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন দীর্ঘদিন ধরে আন্তজেলা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের সফল অভিযানে গরু চুরি প্রতিরোধে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।



মন্তব্য