শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
 

গোয়ালন্দে গণঅধিকার পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর খানের উদ্যোগে গোয়ালন্দে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। “গণঅধিকার পরিষদ, গোয়ালন্দ উপজেলা শাখা”র আয়োজনে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯  টার  সময় হতে দিন ব্যাপী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী এ চিকিৎসা সেবায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ  ডা. সঞ্জয় সাহা । সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে আসেন। রোগীদের বিনামূল্যে চেক-আপ, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।

এসভায় যুবঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি, জেলা যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোকন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়ক মো. সাগর, রাজবাড়ী জেলা শ্রমিক অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি রিপন মোল্লা, কালুখালী উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমান প্রমূখ।

রাজবাড়ী জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশক্রমে জনগনের দ্বারপ্রান্তে আমাদের দলের মানবিক সেবা পৌছে দিতেই রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ১০ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে। শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রত্যেক ইউনিয়নের দূর্গম অঞ্চলে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবার অভাবে ভুগছেন। তাই মানবিক উদ্যোগ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের মাঝে সন্তুষ্টির ছাপ লক্ষ্য করা যায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon