![]()
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে পুটিয়াখালি বাজার এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন।
এ সময় সেলিম রেজা বলেন, ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফেরানো এবং দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার রোডম্যাপ। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য