![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
সিঙ্গাপুরে কর্মস্থলে ছাদ থেকে পড়ে মারা গেছেন রিয়াজুল ইসলাম কদম (৫০) নামের এক প্রবাসী।তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত্যু ইউসুফ আলী শেখের পুত্র।
নিহত কদমের দুলাভাই কুদ্দুস আলম জানান, কদম সিঙ্গাপুরে তেভান স্টেশন এন্ড কন্সট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।
১৩ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কোম্পানির নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছাদ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারে কদমের স্ত্রী রমিছা খাতুন রিনা ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ুয়া একমাত্র কন্যা হৃধী ইসলাম রয়েছে। কদমের মৃত্যুতে তারা অসহায় হয়ে পড়লেন। সরেজমিন শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিহত কদমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার স্ত্রী- সন্তান ও স্বজনরা শোকে আচ্ছন্ন। এর মধ্যে ৪০ দিন আগে মারা যাওয়া কদমের মেঝো ভাই হারুন শেখের রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিলের প্রস্তুতি নেয়া হয়েছিল। শুক্রবার বাদ জুমা দোয়ার মাহফিল হওয়ার কথা ছিল। প্রবাসী কদমের মৃত্যুর খবর শুনে তা বন্ধ হয়ে গেছে। বাড়ীতে চলছে স্বজনদের শোকের মাতম। নিহত কদমের বড় ভাই মান্নান শেখ বলেন, সরকারের নিকট আমরা আকুল আবেদন জানাই দ্রুত সময়ের মধ্যে আমার ভাইয়ের লাশ দেশে আনতে সহায়তার জন্য ।কদমের এ আকস্মিক মৃত্যুতে তার স্ত্রী -সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বলে তিনি জানান।
গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন ও সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী জাহাঙ্গীর হোসেন মোল্লা মুঠোফোনে জানান, প্রবাসী রিয়াজুল ইসলাম কদম কাজের সাইডে কর্মরত অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আমরা বাংলাদেশ দূতাবাস ও নিহত কদমের কোম্পানির সাথে যোগাযোগ করে তার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।



মন্তব্য