বুধবার, ১২ নভেম্বর ২০২৫
 

পায়াকট সেফ হোমে ইনার হুইল ক্লাবের অনুপ্রেরণামূলক পরিদর্শন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশ পরিচালিত সেফ হোম পরিদর্শন করেছেন ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া ঢাকা ডিস্ট্রিক্ট ৩৪৫-এর সদস্যবৃন্দ।

২০০০ সালে প্রতিষ্ঠিত পায়াকট বাংলাদেশ দৌলতদিয়ার অসহায় নারী ও শিশুদের পুনর্বাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই বছরে সংস্থাটি স্থাপন করে “পায়াকট সেফ হোম”, যেখানে বর্তমানে ১৫ জন শিশু নিরাপদ আশ্রয়, শিক্ষা ও মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে বেড়ে উঠছে। ২০০৭ সাল পর্যন্ত বাহ্যিক অনুদানে পরিচালিত হলেও, এরপর থেকে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহনাজ রাফাত, ডেপুটি ডিরেক্টর, পায়াকট বাংলাদেশ; এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনজিদা আক্তার লিপি, প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব অব লোবেলিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসায়েলা করীম, চেয়ারম্যান, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩৪৫। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন আক্তার চৌধুরী, সৈয়দ আনিস রাখি (ভাইস প্রেসিডেন্ট), রুকসানা নেওয়াজ (ট্রেজারার) এবং ক্লাবের অন্যান্য সদস্য ডা. নাসিমা আক্তার, শারমিন হুসাইন, শাহানাজ মাহমুদ মিতা, কাজী ইসমত আরা মিলি, ডা. ফারজানা ইসলাম সম্পা, মুন্নুজান বেগম, ফাতেমা হাসনাত ও জেরিফা হোসেন।

প্রধান অতিথি মোসায়েলা করীম তার বক্তব্যে বলেন,

“পায়াকট বাংলাদেশ দীর্ঘদিন ধরে অসহায় নারী ও শিশুদের কল্যাণে মানবিক কাজ করে যাচ্ছে। আমরা এই মহৎ উদ্যোগের সঙ্গে সবসময় একাত্ম থাকব।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon