![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির নয় সদস্যের প্রতিনিধি দল সাংগঠনিক বিষয় নিয়ে (০৩ নভেম্বর সোমবার) সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিএমপি কমিশনার হাসিব আজিজ, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের সঙ্গে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন—রোকন উদ্দিন – সহকারী পরিচালক, আলী আকতার – উপদেষ্টা, নুরুল হুদা মিজান – উপদেষ্টা, কায়েস চৌধুরী – সাধারণ সম্পাদক, তারেক ইকবাল চৌধুরী – সহ-সভাপতি, মাসুদ ইসলাম – সহ-সভাপতি, রাসেল সাদমান – শিক্ষা বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলাম – মিডিয়া বিষয়ক সম্পাদক, শাহাব উদ্দিন – সাংগঠনিক সম্পাদক।
এ সময় প্রতিনিধি দল সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং প্রশাসনিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি চিঠি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও মেয়রের হাতে তুলে দেওয়া হয়।
পরবর্তীতে উভয় পক্ষ মানবাধিকার রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন বর্তমানে বিশ্বের ১৯১টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



মন্তব্য