রবিবার, ২ নভেম্বর ২০২৫
 

ধরনগরে যুবদল নেতার হুঁশিয়ারি: দুষ্কৃতিকারীদের ঠাঁই নেই যুবদলে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫

---

মো:মুন্না শেখ 
বাগেরহাটের কচুয়া উপজেলার ধরনগরে এক আলোচনা সভায় যুবদল নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, দুষ্কৃতিকারীদের যুবদলে কোনো স্থান নেই। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ঐক্য সুদৃঢ় করতে সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন শেখ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু, সহ বেদার উদ্দিন ডাকুয়া, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক কচুয়া উপজেলা বিএনপি।

বক্তারা বলেন, দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং মাঠ পর্যায়ে ত্যাগী ও আদর্শ নেতাকর্মীদের গুরুত্ব দিতে হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon