বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
 

জাবির ১০ নং ছাত্র হলে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন ডাস্টবিন স্থাপন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ নং ছাত্র হলে বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে নতুন ১৬টি ডাস্টবিন ক্রয় করা হয়েছে। পূর্বে ক্রয়কৃত ৮টি সহ মোট ২৪টি ডাস্টবিন হলের প্রতিটি ফ্লোর, রিডিংরুম এবং কমনরুমে স্থাপন করা হয়েছে।

হল প্রশাসন সূত্রে জানা যায়, হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ফ্লোরে দুটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে, যার একটি পচনশীল এবং অন্যটি অপচনশীল বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) হল প্রশাসনের কাছ থেকে ডাস্টবিনগুলো বুঝে নেয় হল সংসদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক মুজাহিদ হোসাইন, ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক মো পারভেজ রেজা সৌরভ, কার্যকরী সদস্য শাকিল হোসেন এবং হল প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিষয়ে ১০ নং ছাত্র হল সংসদের জিএস  মেহেদী হাসান বলেন, “পূর্বে ফ্লোরগুলোতে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকতো, যা হলের পরিবেশ নষ্ট করতো। এই সমস্যা সমাধানে নতুন ১৬টি ডাস্টবিন ক্রয় করা হয়েছে। পূর্বের ৮টি সহ মোট ২৪টি বিন হলের প্রত্যেক ফ্লোর, রিডিংরুম এবং কমনরুমে স্থাপন করা হয়েছে।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon