বুধবার, ২২ অক্টোবর ২০২৫
 

জোবায়েদ হত্যায় জবিতে শোকসভা, ন্যায়বিচারের দাবি শিক্ষকদের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫

---

আশিকুর রহমান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেনের হত্যার ঘটনায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষকরা এই হত্যার প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে ন্যায়বিচার দাবি জানিয়েছেন।

 

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

 

শোকসভায় বিশ্ববিদ্যালয়ের  ট্রেজারার অধ্যাপক সবিনা সরমিন বলেন, “আমরা সবাই ন্যায়বিচার চাই। আমরা করব। আমাদের আইন সেল  রয়েছে, তার মাধ্যমে আমরা যথাযথভাবে পদক্ষেপ নেব। ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।”

 

বিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “আমরা যেন সুবিচার ও ন্যায়বিচার পেতে পারি সে জন্য প্রশাসন থেকে সব ধরনের পদক্ষেপই নেওয়া হয়েছে। আমরা একটি ক্ষেত্রেও শিথিলতা করিনি। যা যা যৌক্তিক ও প্রয়োজনীয় সবই আমরা করেছি এবং আগামীতেও করব। জোবায়েদের হত্যায় আমরা মর্মাহত। আমরা সন্তুষ্টি তখনই প্রকাশ করব যখন সম্পূর্ণ বিচার শেষে অপরাধী শাস্তি পাবে।  প্রশাসন সম্মিলিতভাবে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে। ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেজন্যও আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখব।”

 

শোক সভায় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন সঞ্চালনা করেন। এছাড়াও  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

এর আগে, গতকাল রোববার রাজধানীর আরমানীটোলা এলাকায় টিউশন বাসায় হত্যার শিকার হন জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসেন। জুবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon