বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
 

জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সপ্তাহব্যাপী সচেতনতামুলক ক‍্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (২২শে অক্টোবর) দুপুরে সংগঠন টির জাবি  শাখার উদ্যোগে র‌্যালি ও পথসভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আব্দুর রব। এছাড়াও সংগঠনের জাবি শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী দেশে প্রায় ৫৯ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ২৫৮ জনের বেশি প্রাণ হারিয়েছেন। বক্তারা বলেন, এই পরিস্থিতি অত্যন্ত চিন্তার বিষয় এবং ডেঙ্গু প্রতিরোধে এখনই সবাইকে একযোগে কাজ করতে হবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় ক্যাম্পাসজুড়ে নিয়মিত মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করার, বিশেষ করে আবাসিক হলগুলোতে। পাশাপাশি মেডিক্যাল সেন্টারে ডেঙ্গু টেস্ট কিট, প্রয়োজনীয় ওষুধ ও সুচিকিৎসা নিশ্চিত করা এবং প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালু রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon