কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়ান পরিষদের গ্রাম আদালতের ডকুমেন্টেশন পর্যবেক্ষণ করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম। প্রকল্প সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম বলেন সেপ্টেম্বর ২৪ হতে সেপ্টেম্বর ২৫ পর্যন্ত বালিগ্রাম ইউনিয়নে মোট মামলা গ্রহণ হয়েছে ৭৬ টি তার মধ্যে নারী আবেদনকারীর সংখ্যা ৫৪% তিনি আরো বলেন উপরোক্ত সময়ে মোট মামলা নিষ্পত্তি ৭৬ টি অর্থাৎ ১০০% নিষ্পত্তি হয়েছে। বালিগ্রাম ইউনিয়নে কোন মামলা বাতিল বা খারিজ হয়নি যা ইতিবাচক হিসেবে দেখা হয়। তিনি আরো বলেন গ্রাম আদালত গঠনের মাধ্যমে নিষ্পত্তির হার বাড়াতে হবে এবং সাধারণ জনগণকে গ্রাম আদালত সম্পর্কে ধারণা দিতে হবে। তিনি আরোও বলেন বালিগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মান খুবেই সন্তোষজনকভাবে পরিচালিত হচ্ছে এ ধারা অব্যাহত রাখার জন্য বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে পরামর্শ প্রদান করেন এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রকল্প সমন্বয়কারী বলেন স্কুল,কলেজ, মাদ্রাসা, গির্জা মন্দিরে সর্বস্তরে গ্রাম আদালতের প্রচার করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে যে অল্প সময় স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়।সেখানে আরো উপস্থিত ছিলেন বালিগ্রাম পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান খান, গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আলিউল হাসনাত খান, গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, হিসাব সহকারি মোঃ আল-আমিন হোসেন, ইউডিসি শাহীন মিয়া সহ গ্রাম পুলিশগন।
মন্তব্য