![]()
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে নবীন ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।
আজ বুধবার (২২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ছাত্রসংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সামিন ইয়াসার লাবিবের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। এ সময় নবীন শিক্ষার্থী, জাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ বক্তব্য রাখেন।
আইন ও বিচার বিভাগের নবীন শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, আমরা গণরুম গেস্টরুমের কালচারের কথা আগে শুনেছিলাম। এ বিষয়টা ভীতির সঞ্চার করেছিল। তবে ক্যাম্পাসে এসে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখে ভালো লাগছে। আমাদের জন্য এতো সুন্দর আয়োজন করার জন্য প্রশাসন ও ছাত্রসংসদকে ধন্যবাদ জানাচ্ছি।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, এই হলে থেকে শিক্ষাজীবন চালিয়ে যেতে হবে। নবীন বরণ পেয়ে ভালো লাগছে। হল সংসদ, জাকসু ও প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, নানা বাঁধা ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা জাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আমরা সৌভাগ্যবান এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকতে পেরেছি। যদি এভাবে চলতে পারি তাহলে দেশকে পথ দেখাতে পারব। নবীন শিক্ষার্থীরা আমাদের পরিবারের অংশ। আশা করছি তারা সুন্দরভাবে তাদের শিক্ষাজীবন চালিয়ে যাবে। তারা আমাদের দেশের জন্য ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতি ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এই অনুষ্ঠানটি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নবীন শিক্ষার্থীদের এ হলে স্বাগত জানাই। যেকোন প্রয়োজনে শিক্ষার্থীরা আমাকে পাশে পাবে— এ আশ্বাস দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম, হল প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ও ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম ও অন্যান্য ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য