শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
 

মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সকল কার্যক্রম স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫

---

 

মোঃআব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সকল ইউনিট কমিটির কার্যক্রম আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা গতকাল ১৮/০৯/২০২৫ ইং তারিখ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের পাশে দাঁড়ান, ভোটের জন্য মাঠে নামুন এবং তারেক রহমানের ৩১ ধারা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখুন।”

 

তিনি আরও আহ্বান জানান, ধানের শীষকে বিজয়ী করার জন্য বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে হবে। তিনি বলেন, “এখন সময় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার।”

 

এ ঘোষণার মাধ্যমে মঠবাড়িয়া বিএনপি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নিল, যা আগামী নির্বাচনে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon