মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই - কাদেরিয়া খানকা শরীফে আয়োজনে ও সাজ্জাদানশীল হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ ইয়াসুব আলী আল কাদরী (মাঃ জিঃ আঃ) এর পরিচালনায় শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফফের মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে ৬ নং ফেরিঘাট পর্যন্ত যায়। পরে বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খানকা শরীফে এসে জুলুসের সমাপ্তি ঘটে।
মিছিলটিতে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সবুজ-লাল ব্যানার, পতাকা ও শ্লোগানে মুখরিত হয়ে মিছিলটি ধর্মীয় উচ্ছ্বাসে পরিণত হয়।
দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরীফের সভাপতি মোঃ মুক্তার বেপারী বলেন,
“ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন। আমরা প্রতিবছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ ও দেশকে শান্তি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার আদর্শে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই নবীজীর (সা.) দেখানো পথে সবাই চলুক, তাহলেই সমাজে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও অরাজকতা দূর হবে।”
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোটা দৌলতদিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। খানকা শরীফ প্রাঙ্গণে মিলাদ, দোয়া মাহফিল এবং তবারক বিতরণেরও আয়োজন করা হয়।
মন্তব্য