নিজস্ব প্রতিবেদক
ওমানপ্রবাসী বাবুল মিয়ার বিরুদ্ধে জাল ভিসা বানিয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। পাল বাজার এলাকার কৃষক মোঃ মালু মিয়া ৩ লাখ টাকা দিয়ে প্রতারিত হওয়ার পর এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্নে দেনা করে সংগ্রহ করা টাকা হাতিয়ে নেওয়ার পর বাবুল মিয়া উধাও।
বাবুলের খোঁজ মেলেনি, এলাকা ছাড়ার অভিযোগ
মালু মিয়া ও তার পরিবারের কেউ বাবুলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। স্থানীয়রা জানান, বিগত ৩ বছর ধরে বাবুল মিয়া বিদেশে লোক পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু কাউকে পাঠাননি। বর্তমানে তিনি দ্বিতীয় বিয়ে করে রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করছেন বলে দাবি করেন এলাকাবাসী।
ভিসা জালিয়াতি ও যত অভিযোগ
পাল বাজারের একাধিক গণ্যমান্য ব্যক্তি বলেন, “সে (বাবুল মিয়া) অনেক দিন ধরেই জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। দেশজুড়ে বিভিন্ন জেলা থেকে সে টাকা নেয়, কিন্তু কারও কাগজ প্রক্রিয়াজাত করে না। লোকজনের টাকা নিয়ে সে এখন গা ঢাকা দিয়েছে।”
১. জাল ভিসা বানানোর অভিযোগে প্রতারক বাবুল মিয়া
২. পাল বাজারের কৃষক মালু মিয়ার ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া
৩. বাবুল বর্তমানে ঢাকার উত্তরায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করছেন
৪. প্রতারিত আরও বহু মানুষের সন্ধান মিলছে
৫. প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
নিঃস্ব কৃষক মালু মিয়ার হৃদয়বিদারক কাহিনী
কৃষক মোঃ মালু মিয়া বলেন, “ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারে স্বচ্ছলতা আনার আশা ছিল। সেই আশা এখন শুধু দুঃস্বপ্ন। আমি সুদে ৩ লাখ টাকা এনে বাবুলকে দেই। এখন আমি দেনার টাকাও শোধ দিতে পারছি না।”
স্থানীয়দের সহায়তায় টাকা ফেরত পাওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে বাবুল মিয়া কোথায় আছেন—তা এখনো নিশ্চিত নয়।
প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি জানিয়ে মালু মিয়া স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
“বাবুল মিয়া যেহেতু অসংখ্য মানুষকে ঠকিয়েছেন, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। নয়তো এমন প্রতারকদের কারণে গ্রামবাংলার সহজ-সরল মানুষ সর্বস্বান্ত হতে থাকবে।”
মন্তব্য