শনিবার, ২ আগস্ট ২০২৫
 

কাউখালী নদীর তীরবর্তী অসহায় দুস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৫

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর কাউখালীতে নদীর তীরবর্তী অসহায় দুস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। নির্বাহী কর্মকর্তা জুলাই মাস ধরে অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে এই ত্রাণের চাল বিতরণ করেছেন। এ সময় তাকে সহযোগিতা করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাউখালী অফিসে কর্মরত মো: সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা। শুক্রবার ১লা আগস্ট সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার জোলাগীতি, সাপলেজা, ফলইবুনিয়া এই সমস্ত প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে কর্ম অক্ষম অসহায় দরিদ্র মানুষের হাতে ১০ কেজি করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণাল থেকে বরাদ্দকৃত জিআর এর চাল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন অতিরিক্ত বর্ষায় প্রত্যন্ত অঞ্চলের অনেক হত দরিদ্র মানুষ কর্ম অক্ষম হয়ে পড়েছে। এ সমস্ত এলাকার মানুষের অবস্থা সরোজমিনে দেখার জন্যই নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্থ এলাকায় উপস্থিত হয়ে দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon