বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
 

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ জুলাই)সকাল সাড়ে ১০ টার সময়  উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার মোঃ মাহাবুবুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন,‍উপজেলা সহকারী প্রকৌশলী  ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা আনসার বিডিপির  কর্মকর্তা মোঃ রুবেল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয় এবং জুন ও জুলাই মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়।

এ সভায় গোয়লন্দ উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ , গোয়ালন্দ উপজেলা  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের হাজিরার উপর গুরুত্বারোপ করা হয়।গোয়ালন্দে মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর আরো নজরদারি বাড়াতে হবে বলে জানানো হয়।  গোয়ালন্দ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয় তবে মাদক ও চুরি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon