শুক্রবার, ১ আগস্ট ২০২৫
 

উপাচার্য শত শত কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়েছে কিনা প্রশ্ন রাবি ছাত্রদল সভাপতির

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫

---

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য  কথিত ছাত্রনেতাদের ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে চাঁদার নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা বলে বিশ্ববিদ্যায়ের প্রশাসনের সেই প্রশ্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী।

এই ঘটনা সত্য হলে তাঁর চেয়ার পদ্মা নদীতে ছুঁড়ে ফেলার জন্য শিক্ষার্থীদের কাছে আহ্বানও জানান তিনি।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায়  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিলের পূর্বে এক বসংক্ষিপ্ত সমাবেশ এসব কথা বলেন তিনি।

সুলতান আহমেদ বলেন,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সালেহ হাসান নকীব সাধারণ শিক্ষার্থীদের রক্তের ওপর প্রতরণা করে প্রশাসনে বসে কথিত ছাত্রনেতাদের ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে চাঁদার নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিনা এই প্রশ্ন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাখলাম।

তিনি আরো বলেন, মাননীয় ভিসি স্যারকে সস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে তিনি বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে শিক্ষার পরিচালনার দায়িত্ব নিয়েছেন নাকি  কোন তথাকথিত ছাত্রনেতার পকেটের ব্যাংক ব্যালান্স বৃদ্ধির জন্য দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা এই কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের ৩২ হাজার শিক্ষার্থীকে আহবান জানাবো আপনারা এই দূর্নীতিগ্রস্ত নকীব স্যারকে প্রশ্ন করবেন তিনি কত টাকা কমিশন খেয়ে এই সুপারিশ দিয়েছেন। এটা যদি সত্য হয়ে থাকে তাঁর চেয়ার পদ্মা নদীতে ছুঁড়ে ফেলার আহবান জানাচ্ছি।

ছাত্রদলের আন্তরিকতা ও ভদ্র ব্যবহারের কারণে রাবি প্রশাসন যদি মনে করেন রুয়ার মতো মহড়া দিয়ে  রাকসু দখল করতে চান তাহলে আপনারা নিজেদের চোখে পানি দেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঞ্চলনায় আরো কথা বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু। ।পরে একটি আনন্দ মিছিল বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর বুধবার (২৯ জুলাই) সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon