বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
 

সরাইলে দূর্বৃত্তের হামলায় ব্যবসায়িক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫

---
জেলা প্রতিনিধি,(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল ওই গ্রামের সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মুমিনের ছেলে। নিহতের দাদার বাড়ি চাঁদপুরে। কর্মসুত্রে কালিকচ্ছ এলাকায় বসতি গড়েন তার পিতা। ব্যবসায়ী মোস্তফা কামাল বর্ডার বাজারে মুদি দোকানি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দিপাড়া সড়কের পাশে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখে সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা  জানান, মোস্তফা কামাল আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরিবারটি নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিল।

নম্র, ভদ্র, বিনয়ী এই ব্যবসায়ীর নির্মম হত্যাকান্ডের ঘটনায় ক্ষুব্ধ ও শোকাহত এলাকাবাসী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করার দাবি জানান। এলাকার সকল স্তরের জনগণ এই হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফুঁসে উঠেছে।

এলাকাবাসী শান্তিপ্রিয় কালিকচ্ছে মাদকসহ নানা অপরাধে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। এলাকাবাসীর দাবি মাদকের ব্যাপকহারে বিস্তৃতি ঘটার সাথে বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon