মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্য বাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে বসবাসের অভিযোগ উঠেছে। এতে স্কুলটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। অথচ আলাদা করে সরকারি ভাবে বাসা ভাড়া পান তিনি। স্কুলের বিদ্যুৎ, কক্ষ দখল করে বসবাস করেন তিনি আছে একটি ফ্রীজ।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক মিজানুর রহমান বাসা ভাড়া না নিয়ে স্কুলকে নিজের বসতবাড়ি বানিয়েছেন। তিনি আশপাশের এলাকায় ভাড়া নিয়ে থাকতে পারেন, কিন্তু তা না করে আমাদের বিব্রত করছেন।
এবিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে অভিযোগ করা হলে তিনি জানান, স্কুলে তিনি সহ আরও একজন শিক্ষক থাকেন। স্কুলে কোন নাইটগাট না থাকায় তিনি স্কুলে থাকেন। তবে সরকারি বিধি মালায় স্কুলের শ্রেণি কক্ষ দখল করে থাকার কোন বিধান নেই বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
তিনি স্কুলে থাকলে ও নিয়মিত ক্লাস না হওয়ার অভিযোগ রয়েছে এবং টিফিনের টাকার গড়মিল রয়েছে। গত বৃহস্পতিবার বেলা সারে বারোটায় স্কুলে গেলে স্কুলটি বন্ধ পাওয়া যায় এবিষয়ে সভায় তিনি জানান, স্কুল ছুটি দেওয়ার তার অধিকার রয়েছে।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ বলেন, ‘শ্রেণিকক্ষ দখল করে কোনো শিক্ষকের বসবাস করার সুযোগ নাই। সরকারি কোন স্কুল বা কলেজে কোন শিক্ষক এটা করতে পারেন না। তিনি কিভাবে শ্রেণিকক্ষ দখল করে থাকছেন এ ব্যাপারে তিনি ভালো বলতে পারবেন। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।
মন্তব্য