কাউখালী( পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে এসএসসি-এইচএসসি ও সম্মানের পরীক্ষায় ২০২২ -২৩ শিক্ষাবর্ষে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।
মঙ্গলবার (২৯ শে জুলাই) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স গ্রান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এস ই ডি পি এর ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সহায়তায় পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায় ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে অনুষ্ঠিত এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ ক্যাটাগরিতে (বিজ্ঞান, হিসাব ও সাধারণ) সর্বোচ্চ মার্ক পেয়ে উত্তীর্ণ ৩২ জন ছাত্রছাত্রী হাতে শিক্ষা সনদ ও রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। এ সময় সনদপ্তর ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। অনুষ্ঠানের সভাপতি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী সহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, শিয়ালকাঠী দারুসুন্নত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ছাত্র অভিভাবক জাহিদুর রহমান ফিরোজ, বিপ্লব কর্মকার, শিক্ষার্থী ফাতেমা নাদিয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। আলোচনা শেষে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করে।
মন্তব্য