বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
 

“মাদকে না বলি, খেলাধুলায় সুন্দর সমাজ গড়ি” এই স্লোগানে গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫

---
মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ‘গোয়ালন্দ প্রবাসী ফোরাম’এর উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। “মাদকে না বলি, খেলাধুলায় সুন্দর সমাজ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ জুলাই) বিকাল ৪টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী ডিগ্রি কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
প্রবাসীদের সমন্বয়ে গঠিত সামাজিক ও অলাভজনক সংগঠন গোয়ালন্দ প্রবাসী ফোরাম ২০১৭ সাল থেকে শিক্ষা, দুর্যোগ সহায়তা ও মানবিক কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী মোঃ জাহাঙ্গীর মোল্লা এবং আমেরিকান প্রবাসী মোঃ সোহান হোসেন। তাদের এই মহৎ উদ্যোগে গোয়ালন্দের অন্যান্য প্রবাসীরাও অংশগ্রহণ করছেন।
প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন—প্রবাসী একাদশ বনাম স্থানীয় স্বেচ্ছাসেবক একাদশ। জমজমাট এ খেলায় প্রবাসী দল ৩-১ গোলে স্বেচ্ছাসেবক দলের কাছে পরাজিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন “আজকের এই আয়োজন শুধু একটি খেলার আয়োজন নয়, এটি একটি সামাজিক বার্তা। মাদক থেকে দূরে থাকার, শরীর ও মনকে সুস্থ রাখার আহ্বান। গোয়ালন্দ প্রবাসী ফোরাম যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি এই সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
বিশেষ অতিথি গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন— “মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আজকের ম্যাচ তরুণদের কাছে একটি বার্তা—খেলাধুলা থাকুক জীবনের অংশ। আমি ধন্যবাদ জানাই গোয়ালন্দ প্রবাসী ফোরামকে, যারা দেশের বাইরে থেকেও সমাজের জন্য এত কিছু করছেন।”
প্রবাসীদের মধ্যে: সোহানুর রহমান সোহান (আমেরিকা), জাহাঙ্গীর মোল্লা (সিঙ্গাপুর), বিপুল হোসেন, কেএম সোহেল, মজিদ বিশ্বাস, বাবু, সাঈদ, আলম মোল্লা প্রমুখ।
স্বেচ্ছাসেবকদের মধ্যে: মোঃ লুৎফর রহমান, মাহফুজুর রহমান মিলন, মোঃ শফিক মন্ডল, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশেদ রায়হান, সাংবাদিক শামীম, রাহাত, সাজ্জাদ হোসেন, মঈনুল হক, রাবু, আবজাল মন্ডল, সোহাগ, আলম, মেহেদী, জীবন চক্রবর্তী প্রমুখ।
খেলা শেষে প্রবাসী ফোরামের পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে স্মারক তুলে দেওয়া হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon