শনিবার, ২৬ জুলাই ২০২৫
 

রাত ৩টায়ও সেবা দেন ডা. বেলাল: সেবা যেন এক নিরলস মানবতার প্রতিচ্ছবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫

---

মোঃ আমিনুল হক  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
মানবতার সেবায় নিয়োজিত একজন নিরলস যোদ্ধার নাম ডা. রাকিবুল হাসান বেলাল। নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের একজন অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার।  আজও তিনি সেবা দিয়ে যাচ্ছেন মানুষের, নিরন্তর ও নিঃস্বার্থভাবে।

ডা. বেলাল প্রতিদিনই নিয়মিত রোগী দেখেন ময়মনসিংহের আঠারবাড়ি, রায়বাজারে  অবস্থিত, রায়বাজার ড্রাগ হাউস চেম্বারে। শুধু দিনে নয়, রাত গভীর হলেও তাঁর দরজা  এসে  রোগীরা ডাকাডাকি করলে তিনি আরামের ঘুমকে হারাম করে রোগীদের সেবা করেন।

গতরাতে, রাত ৩টা ২০ মিনিটে একজন বিপর্যস্ত মাতা সিদ্রাতুন নিসা হাওয়া  তার জ্বরে কাতর সন্তানের জন্য ছুটে আসেন ডা. বেলালের চেম্বারে। কোনো দ্বিধা ছাড়াই ডা. বেলাল ঘুম থেকে উঠে সাড়া দেন, শিশুর চিকিৎসা করেন এবং পরবর্তীতে জানা যায়, শিশুটি সুস্থ হয়ে উঠে।

স্থানীয়রা বলছেন, এমন ডাক্তারের দেখা এখন যুগে যুগে পাওয়া যায় না। চিকিৎসা তার জন্য পেশা নয়, মানবতার সেবা।
হাওয়া আক্তার  বলেন, “মাঝরাতে কোথাও যাওয়ার উপায় ছিল না। আল্লাহর রহমতে ডা. বেলাল ঘুম থেকে উঠে সেবা করার  কারণে আমার সন্তান এখন সুস্থ। উনার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি।”

এমন ডাক্তারদের নিয়ে সমাজ গর্ব করতে পারে। ডা. বেলালের মতো নিরলস ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্বরা প্রমাণ করেন— এখনো মানবতা বেঁচে আছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon