শনিবার, ২৬ জুলাই ২০২৫
 

হোসেনপুরে যুবদল ও তাঁতী দলের দলীয় কার্যালয়ের উদ্বোধন।

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫

---

‎মাহফুজ রাজা,ভ্রাম্যমান প্রতিনিধি:

‎বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের পৈতৃক নিবাস ‎কিশোরগঞ্জের হোসেনপুর  উপজেলা  ‎বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ও সিদলা ইউনিয়ন যুবদলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

‎বৃহস্পতিবার(২৪ জুলাই)  সন্ধ্যায় ‎পৌর শহর  নতুন বাজার  এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুস সালামের পুত্র, চেতনায় বাংলাদেশ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার  ফয়সাল সালাম সাগর।

‎ কারা নির্যাতিত নেতা সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল-মামুনের সভাপতিত্বে  ‎উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শামসুল আলম পারভেজ ও সদস্য সচিব মো: আশরাফুল ইসলাম  এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ জাসাস এর ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ ও কিশোরগঞ্জ জেলা যুবদল নেতা সাববিন আহমেদ।

‎‎

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নুরে আলম এরশাদ,পৌর যুবদলের আহ্বায়ক মো: শরিফ,কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ,  জেলা তাঁতীদলের সম্মানিত সদস্য মো:স্বপন মিয়া,উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, হুমায়ুন কবির,আলমগির হোসেন ও উপজেলা তাঁতীদলের সদস্য মামুন আকন্দসহ বিএনপি ও বিভিন্ন সহযোগী  অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও জনসাধারণ।

‎আলোচনা শেষে এ কার্যালয় আনুষ্ঠানিক ভাবে লাল ফিতা কেটে উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon