কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর কাউখালীতে আষাঢ়ের অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ করেছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় তাকে সহযোগিতা করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কাউখালী অফিসে কর্মরত মো: সাজ্জাদ হোসেন, বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।
গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার জোলাগীতি, সপলেজা, ফলইবুনিয়া
,বেকুটিয়া, নীলতি, কুমিয়ান, আমরাজুড়ি সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র মানুষের হাতে ১০ কেজি করে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণাল থেকে বরাদ্দকৃত জিয়ারের চাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন অতিরিক্ত বর্ষায় প্রত্যন্ত অঞ্চলের অনেক হত দরিদ্র মানুষ কর্ম অক্ষম হয়ে পড়েছে। যে কারণে সরকারি ভাবে পিরোজপুর জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে এক হাজার দুস্থ মানুষের মাঝে ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এই চাল বিতরণ করা হবে।
মন্তব্য