মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ( ১৮ জুলাই) রাত পৌনে ১২ টার সময় গোয়ালন্দঘাট থানার এসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া ও সঙ্গীয় ফোর্স উত্তর দৌলতদিয়ার পুড়াভিটা এলাকার করিমের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় দুইজন মাদক ব্যবসায়ী ঝন্টু সাহা (৩৪) ও হায়দার মন্ডল (৪০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন, যার ওজন প্রায় ১০ গ্রাম, উদ্ধার করা হয়।এরপর আরও একটি অভিযানে পরিচালনা করে শনিবার ( ১৯ জুলাই ) রাত সাড়ে ১২টার সময় একইভাবে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়ির একটি ভাড়া করা কক্ষ থেকে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় এক নারী মাদক ব্যবসায়ী ঝর্ণা বেগম (৩০)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উক্ত ঘটনায় দুটি পৃথক নিয়মিত মামলা রুজু করে তিন আসামীকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,
”মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রতিটি তথ্য ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের সহযোগিতায় আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।”
মন্তব্য