রবিবার, ২০ জুলাই ২০২৫
 

রাজাপুরে বিদ্যালয়গামী শতাধিক শিক্ষার্থীর দুর্ভোগ: তিনবার বরাদ্দেও সংস্কার হয়নি সড়ক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫

---

ঝালকাঠি প্রতিনিধি 

রাজাপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক এখন চরম দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। আনোয়ারা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এবং সুলতান আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র এই কাঁচা সড়কটিতে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে হাঁটুপানির মতো কাদা। ফলে প্রতিদিন শিক্ষার্থীসহ স্থানীয়দের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়রা জানান, পুরো রাস্তাজুড়ে শুধু কাদা আর গর্ত। হেঁটে চলা তো দূরের কথা, বাইসাইকেল বা মোটরসাইকেলও চলাচল করতে পারছে না। অভিভাবকরা ঝুঁকি নিয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন। বর্ষা মৌসুমে এ সড়ক যেন একটি কাদার নালায় পরিণত হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, এই সড়কের সংস্কারের জন্য এ পর্যন্ত তিনবার সরকারি বরাদ্দ এসেছে, কিন্তু রহস্যজনক কারণে কাজ হয়নি। কেউ কেউ বলছেন, “বাজেটের টাকা উঠাইয়া খাইছে, কাজ কিছুই করে নাই!” তবে এই অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। একজন স্থানীয় সচেতন নাগরিক কষ্টের অভিব্যক্তি জানিয়ে ফেসবুকে বলেন,

আমি সব দেখি, শুনি, বুঝি… কিন্তু কিছু বলি না। আমি রাজনৈতিক প্রতিহিংসার পক্ষে না। যারা টাকা মেরে দিয়েছেন, তাদের সম্পর্কেও কিছু বলব না। তবে কেউ উৎসাহ পেলে কাজ করে দিতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই।”

 

সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশে সারি সারি গাছ, তার পরেই রয়েছে একটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই কাদা-জলময় রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে যাচ্ছে।

 

স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান কিংবা সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কেউ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শিশুদের শিক্ষা ও নিরাপত্তার কথা ভেবে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হোক।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon