শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
 

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫

---

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং চর্চা ও চেতনা ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র সংগঠন ‘থার্মোকল’। সংগঠনটির আহ্ববায়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্র হিসেবে রয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য বাগচী।

 

বৃহষ্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন নবঘোষিত কমিটির মুখপাত্র ঐশ্বর্য বাগচী।

 

থার্মোকলের উপদেষ্টা পর্ষদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

 

কমিটির নির্বাহী পর্ষদে রয়েছেন মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা ও নাজমুস সাকিব।

 

এছাড়া কাউন্সেলর বোর্ডে রয়েছেন রাইদ হাসান, তাশফিয়া রশিদ ও খন্দকার ইফতেখার আহমেদ।

 

নবগঠিত কমিটির আহ্ববায়ক নাবিল মোস্তফা জানান, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের মাঝে চলচ্চিত্র নির্মাণের কলাকৌশল শেখা মাধ্যম হিসেবে আমরা থার্মোকল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের ফলে অনেক মেধাবী চলচ্চিত্র নির্মাতা উঠে আসবে এবং দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং একসময় দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে পথ দেখাবে সংস্কৃতির রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon