উত্তর নালাপাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গত ১৪ জুলাই ২০২৫ ইং, সোমবার, উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ মাহফিল। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের পীর হযরত শাহ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। হাজারো আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এক মনোমুগ্ধকর পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তারা বলেন, “হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করে ইসলামকে রক্ষা করেছেন। ইসলামের প্রকৃত শিক্ষা হলো অন্যায়ের সাথে আপোষ না করা, যা কারবালার শিক্ষার মূল কথা। আজকের যুগেও ইয়াজিদী মানসিকতা বিরাজমান—তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রতিটি মুসলমানের কর্তব্য।”
আলোচকগণ ছিলেন: আল্লামা ওমর ফারুক নইমী, খতিব, সামাদপুর শাহী জামে মসজিদ মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, খতিব, চরণদ্বীপ দরবার শরীফ মাওলানা হাফেজ কাজী জালাল উদ্দিন, সহকারী খতিব, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ক্বারী মুফতি শাফাজুল ইসলাম আল-আজিজী, খতিব, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদ মাওলানা আব্দুর রহিম সোহেল, মাওলানা আবুল মনছুর, মাওলানা মীর কাসেম, মাওলানা আবদুস শুক্কুর দরবারের প্রধান পৃষ্ঠপোষক এ.এন.এম মতুর্জা, শাহজাদা জাভির বিন জুনাইদ, ও তামজিদ ইবনে আমান।
অনুষ্ঠানে খতমে কুরআন, দরুদে নারিয়া, আসমাউল হুসনা, খতমে গাউসিয়া সহ বহু খতমাত অনুষ্ঠিত হয়। বাদ এশা শুরু হয় মূল ওয়াজ মাহফিল, মিলাদ-কিয়াম ও জিকির মাহফিল। শেষে তবারুক বিতরণ করা হয়।
মাহফিল শেষে সালাতুস সালাম ও আখেরি মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ ফিলিস্তিন ও বিশ্ব মুসলিমের মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ ইং, শুক্রবার দরবারে জিলানী শরীফে পরবর্তী মাহফিল অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা ঘোষণা দেন।
মন্তব্য