শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
 

কর্ণফুলী’র দুই ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ ও জাহাঙ্গীর আলম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫

---

সাইফুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধিৎ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ও চরলক্ষ্যা  ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও নুর মোহাম্মদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শুরু করেছেন।

গত ৪ জুন চট্রগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেন। পরে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে গত ১৭(জুন)  আগের আদেশ বাতিল করে পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ফের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়েছে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা। ফলে আর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের। এরপর থেকে নানা চড়াই উৎরাই ১০ জুলাই ফের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছেন জাহাঙ্গীর আলম।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় শিকলবাহা ইউনিয়ন পরিষদ ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত  প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পাওয়ার পর প্রথম কার্যদিবস পালন করেছে।

স্থানীয় এলাকাবাসী বলেন, ৫ আগস্টের পর পরিষদে চেয়ারম্যান না থাকাতে আমরা নানাভাবে ভোগান্তির স্বীকার হয়েছি। ছোটখাটো সমস্যার কারণে আমরা দিনের পর দিন কষ্ট পেয়েছি। পরিষদে চেয়ারম্যান থাকলে আমরা যথাসময়ে সেবা পাবো। আমরা যেকোনো বিষয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। এছাড়া তাদেরকে চেয়ারম্যান হিসাবে পেয়ে তার আনন্দিত বলেও জানিয়েছেন।

এদিকে ১নং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরু মোহাম্মদ বলেন, চেয়ারম্যান হওয়া বড় কথা নয়। জনগণের জন্য কাজ করতে পারাটায় বড় কথা। ইউনিয়ন পরিষদের জন্য চেয়ারম্যান কতটা গুরুত্বপূর্ণ তা দায়িত্ব নেওয়ার পর বুঝেছি। দায়িত্বে থাকাকালীন সকলের সহযোগীতা ও ভালোবাসা পেলে এ ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন রুপে দাঁড় করাবো।

অপরদিকে শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল  চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, নানা চড়াই উৎরাই আমি এ চেয়ারে বসেছি। আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে পুনরায় আমাকে সমর্থন করেছে। জনগন আমাকে সমর্থন করেছে। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এ ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমি অবদান রাখতে চাই।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon