মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ পৌরসভা ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা আঃ রহমানের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৩০)। তিনি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলী করার অপরাধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় তাকে ১৬ জুলাই দিবাগত রাত পনে ১১ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন দেওয়ান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়
এ ব্যাপারে রাজবাড়ী জেলা গোয়েন্দা কার্যালয়ের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য