শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
 

বেরোবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫

---

বেরোবি প্রতিনিধি 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাসে আজ “ইয়ুথ এন্ডিং হাঙ্গার” সাংগঠনিক জেলার আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সচেতনতা সৃষ্টি এবং টেকসই পরিবেশ গঠনে তরুণ সমাজকে সম্পৃক্ত করা।

 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ইয়ুথরা ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি সাংগঠনিক জেলার উপদেষ্টা। তিনি বক্তব্যে বলেন, “পরিবেশ সংরক্ষণে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। ইয়ুথদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সমন্বয়কারী হাসান আলী, যুগ্ম সমন্বয়কারী নাজমুস সাকিব ও আল হুমাইরা জান্নাতি ঐশী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শয়ন চন্দ্র সেন, প্রচার সম্পাদক আশিকুর রহমান।

বিজনেস ইউনিট থেকে রাশেদুল ইসলাম, ইউনুচ রাতুল, সাইন্স ইউনিট থেকে রাতুল হাসান, আর্টস ইউনিট থেকে জান্নাতুল ফেরদৌস কেয়া এবং মাসুদ রানা সহ অন্যান্য ইয়ুথ লিডারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

এই বৃক্ষরোপণ কর্মসূচি ছিল পরিবেশ সচেতনতার একটি অনন্য দৃষ্টান্ত এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon