কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমার বিরোধের জেরে এক স্কুল শিক্ষকের বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ্য স্কুল শিক্ষক মো.শাহজালাল মীর বাদী হয়ে প্রতিপক্ষ মো. রুবেল সরদার ও মো. হাসান সরদারকে আসামী করে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার তালগাছিযা গ্রামের মো.রুবেল সরদার ও হাসান সরদারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে উপজেলার বলতলা গ্রামের স্কুল শিক্ষক মো.শাহজালালের। আসামীরা স্থানীয় শালিস ব্যবস্থাও মানে না। পুর্ব শক্রতার জেরে গত বুধবার ভোররাতে লোকজন নিয়ে শিক্ষক শাহজালারের বসত ভাংচুর করে এবং ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে রুবেল সরদার ও হাসান সরদার বলেন, আমাদের জমিতে জোর পুর্বক বালু ভরাট করে সেখানে ছাপড়া ঘর নির্মাণ করে শাহজালাল ও তাদের লোকজন।
কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য