বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
 

গোয়ালন্দে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৫

 

---

মোঃ শাকিল মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধি:


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার থানার পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বিকেল ৫টার সময় দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের চেক পোস্ট বসিয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন — রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া এলাকার মোঃ নায়েব আলী সরদারের ছেলে  মোঃ আসাদুল সরদার (২৮) এবং  রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার  উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া এলাকার মোঃ আজিজুল মন্ডলের ছেলে মোঃ সোহাগ ফয়সাল (৩০)।

অভিযানটি পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার এস আই (নিঃ) মোঃ ফারুক হোসেন বিপিএম এবং তার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স। অভিযানে আসামীদের কাছ থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,”গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাবে পুলিশ।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon