মো:আমিনুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
তথ্যসূত্রে জানা গেছে ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রস্তাবিত ও অনুমোদিত হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ও স্বনামধন্য একটি ইউনিয়ন হলো আঠারবাড়ী ইউনিয়ন, যা ময়মনসিংহ জেলার নান্দাইল,ঈশ্বরগঞ্জ এবং নেত্রকোণা জেলার কেন্দুয়া এই তিনটি উপজেলার মোহনায় অবস্থিত।তাছাড়া একমাত্র এই ইউনিয়নেই রয়েছে প্রচুর পরিমান সরকারী খাস জমি।যার জন্য কলেজটি স্থাপনায় কোনো প্রকার কৃষি বা আবাদি ফসলের জমি নষ্ট করতে হবে না।এমন কি ভূমি অধিগ্রহণ ব্যয় কমবে।
এ ইউনিয়নটি যোগাযোগ, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও শিক্ষা—বিশেষ করে কারিগরি শিক্ষা—ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে।
ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বৃহত্তম এবং পুরাতন পাইকারী ও খুচরা বাজারটিও আঠারবাড়ী ইউনিয়নের অন্তর্গত।যা আঠারবাড়ীর জমিদার মহিম চন্দ্র রায়ের নামানুসারে রায়বাজার নামে পরিচিতি লাভ করে।সে কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন আঠারবাড়ীতে।স্থানীয় ব্যক্তিবর্গরাও গড়ে তুলেছেন মনোমুগ্ধকর আবাসন।
এছাড়াও সমগ্র দেশ থেকে যোগাযোগের জন্য রয়েছে রেলপথ ও উন্নতমানের সড়ক ব্যবস্থা।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, প্রস্তাবিত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি আঠারবাড়ীতে স্থাপিত হলে এলাকার শিক্ষার্থীরা সহজেই কারিগরি শিক্ষার সুযোগ পাবে, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হবে।
তাই আঠারবাড়ী ইউনিয়নের উদীয়মান ছাত্র জনতা ঈশ্বরগঞ্জ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন—প্রতিষ্ঠানটি যেন আঠারবাড়ী ইউনিয়নে স্থাপন করা হয়। এতে করে অবহেলিত আঠারবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীরা লাভবান হবে এবং কারিগরি শিক্ষার আলো সর্বস্তরে পৌঁছাবে।
মন্তব্য