জাবি প্রতিনিধি
চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হয়।
ছাত্রদলের এ কর্মসূচীতে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় এক নারী পরীক্ষার্থী জানান, ছাত্রদলের খাবার পানি বিতরনের এই উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে আমাদের অভিভাবকেরাও উপকৃত হচ্ছেন এবং আমরা পরীক্ষার্থীরা রিলাক্সে পরীক্ষা দিতে পারছি।
এবিষয়ে জাবি শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি,খাবার স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে এরুপ সহায়তামূলক কার্যক্রম ছাত্রদল চলমান রাখবে। শিক্ষার্থী বান্ধব কার্যক্রম দিয়েই ছাত্রদল তার ধারাবাহিকতা বজায় রাখবে।”
জাবি শাখা ছাত্রদলের আহ্ববায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থাণ পরবর্তী সময়ে ছাত্রদল সবচেয়ে বেশী শিক্ষার্থীবান্ধব কাজ করেছে। তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের মাঝে পানি ও স্যালাইন এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছি। সামনের দিনগুলোতেও আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো এবং শিক্ষার্থীবান্ধব কাজ করবো।
মন্তব্য