বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
 

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ জুলাই ২০২৫

 

 ---

মো: শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

 বুধবার (২ জুলাই)  রাত ১০ টার সময় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে মোঃ দেলোয়ার সরদার (২৭) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার জলিল সরদার পাড়া এলাকার মোঃ মজিদ সরদারের ছেলে।

 

অভিযানের সময় আসামির কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ীর অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রাজবাড়ীকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon