মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২জুলাই) সাড়ে ৪ টার সময় দৌলতদিয়া ১নং বন্ধ ফেরীঘাটে এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হলো মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পশ্চিম বাস্তা এলাকার মোঃ নূর আলমের ছেলে মোঃ শাওনুর রহমান চঞ্চল (৪১)। তার কাছ থেকে ২৫ (পঁচিশ) পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,”গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য