মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
 

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ব্যতিক্রমী উদ্যোগে “মৌসুমি ফল উৎসব”

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২৫

---

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা, ঢাকা

ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির ব্যতিক্রমধর্মী উদ্যোগে আয়োজিত হলো এক প্রাণবন্ত “মৌসুমি ফল উৎসব”।

সোমবার (৩০ জুন) কলেজের নিজস্ব কক্ষে আয়োজিত এই উৎসব ঘিরে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 দেশীয় সংস্কৃতি ও পুষ্টিকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করতে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশন করা হয় আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা, লটকন, পেঁপে, ড্রাগন ফল, কলাসহ নানা রকম মৌসুমি ফল।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, যিনি বলেন, “আজকের এই অভিনব আয়োজন আমাকে ছুঁয়ে গেছে। সাংবাদিকতার সাথে মৌসুমি ফল উৎসবের মেলবন্ধন সত্যিই চমৎকার। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি শুধু সংবাদ প্রকাশ করে না, তাদের চিন্তা-চেতনায় রয়েছে ভিন্নমাত্রা।”

 ---

 এছাড়া উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, ছাত্রদল শাখার সভাপতি মো. জসিমউদ্দীন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ও শিবির সভাপতি নুরুন্নবী আখন্দ।

ছাত্রদল সভাপতি জসিম উদ্দীন বলেন,  “সাংবাদিক সমিতির এই আয়োজনে আমরা মুগ্ধ। আমরা সবসময় এমন সুন্দর কর্মসূচির পাশে আছি। এসব সাংস্কৃতিক উদ্যোগ অপসংস্কৃতিকে প্রতিরোধ করবে।”

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিএনসিসি প্লাটুন, রেড ক্রিসেন্ট, গালস গাইড, রোভার স্কাউটস, আর্ট ক্লাব, ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন,  “শুধু সাংবাদিকতা নয়, ক্যাম্পাসে আনন্দ ও ঐক্য তৈরি করাই আমাদের লক্ষ্য। আজ রাজনীতি, সমাজসেবা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এক টেবিলে বসে ফল উপভোগ করেছেন এটাই আমাদের সফলতা।”

 এই উৎসব প্রমাণ করে দিয়েছে, সংস্কৃতি ও সম্প্রীতির ছায়াতলে রাজনীতি ও মতাদর্শ একসঙ্গে বসতে পারে। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির এমন উদ্যোগ প্রশংসিত হয়েছে সব মহলে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon