ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন করছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ: ছাত্রদল সভাপতি রাকিব

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫

---


আশিকুর রহমান, জবি প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব অভিযোগ করেন, “নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ।”


বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


রাকিব বলেন, “বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়কার ছাত্রলীগ নেতারা চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত ছিল। তারা জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে। অথচ আজ তাদেরই পুনর্বাসন করা হচ্ছে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে।”


তিনি আরও বলেন, “ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ধারণা করছি তিনি ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তাহলে এতদিন পরে কিভাবে তার ছাত্রত্ব থাকে? এটা একটি ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশে একটি গুপ্ত বাহিনী রয়েছে যাদের ‘আলবাট্রস’ বাহিনী বলা যায়। জামায়াতে ইসলামীর যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, তারা আগে বলুন—ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সভাপতি ও সেক্রেটারি কোন সেশনের শিক্ষার্থী?”


অনুষ্ঠানে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বহু গুম-খুনের শিকার হয়েছে। এখনো আমাদের তিনজন নেতা নিখোঁজ—তাদের মরদেহ পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব নিজেই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন।”


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন। তিনি বলেন, “আমাদের কেন্দ্রীয় কমিটি গঠনের সময় যেসব ত্যাগী নেতারা মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন, তাদের প্রতি দৃষ্টি দিন। আন্দোলন-সংগ্রামে যারা সামনে ছিলেন, তাদের একটি পরিচয় যেন আপনি তুলে ধরেন।”


কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান রুমি, কাজী জাফর, সুমন সরদার, মাহমুদ হাসান, পরাগ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon