কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
বেনাপোল,খুলনা - বরিশাল কুয়াকাটা সড়কে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কচাঁ নদীর উপর নির্মিত অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে ঈদুল আযহার ছুটির সময় ভ্রমণ পিপাসু মানুষের ঢল নামে। আর এই সময় কাউখালী বেকুটিয়া ব্রিজের উপর অবৈধভাবে অটো গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করে। তার ফলে ব্রিজের উপরে থাকা চার লেনের গাড়ি চলাচলের পথে বাধার সৃষ্টি হয়। যে কারণে ট্রাফিক আইন অমান্য করে ছোট গাড়িগুলো তাদের লেন বাদ দিয়ে বড় ও দ্রুত গতির গাড়ি চলাচলের জায়গায় গিয়ে ছোট গাড়িগুলো চলাচল করতে বাধ্য হয়। এতে প্রতিনিয়ত ব্রিজের উপরে দুর্ঘটনা শিকার হয়ে কেউ না কেউ মারা যায়। আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে। সম্প্রতি দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয় দৈনিক ইনকিলাব পত্রিকায় বেকুটিয়া ব্রিজ অবৈধ গাড়ির দখলে শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকালী বাহিনী নড়েচড়ে বসেন। এরপরই সেনাবাহিনী, ব্রিজে অভিযান পরিচালনা করেন এরপর উপজেলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে আজ শনিবার ১৪ই জুন সন্ধ্যায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অবৈধ পার্কিং ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে চারটি মামলায় চার জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ড্রাইভিং লাইসেন্স না থাকা , হেলমেট পরিধান ব্যতিরেকে মোটরসাইকেল চালনা, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ও অবৈধ পার্কিং এর অপরাধে ৪টি মামলা দায়ের করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। তার সহযোগিতায় কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল।
এ সময় যাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন জেলার স্বরূপকাঠি উপজেলার কিশোর কুমার মন্ডলের ছেলে তন্ময় মন্ডলকে ২ হাজার টাকা, পিরোজপুর জেলার মাসিমপুর এলাকার আব্দুল হকের ছেলে জাহিদুল ইসলামকে ১হাজার পিরোজপুর সদরের কৃষ্ণকান্তি শিকদারের ছেলে অলক শিকদার কে ২ হাজার, কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের ফারুক গাজীর ছেলে তুহিন গাজীকে দুইশত টাকা জরিমানা আদায় করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ জানান ব্রিজের উপরে অবৈধ পার্কিং ও দোকান বসা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে,যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান।
মন্তব্য