ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি শহরের লবন কারখানা এলাকার একটি সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার বেলা ১১টায় বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে ভাঙন কবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা ও লবন কারখানার শ্রমিকসহ দুই শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ থাকায় ঝালকাঠির শহরকে এক সময় দ্বিতীয় কলকাতা বলা হতো। শহরের বুক চীরে বয়ে গেছে বাসন্ডা নদী। এই নদীর পশ্চিম তীরে রয়েছে লবন কারখানাসহ অসংখ্য মানুষের বসতি। নদীভাঙনে বিলিন হয়ে যাচ্ছে এ এলাকার একমাত্র যাতায়াতের সড়কটি। শহরের ভাঙ্গা মিল থেকে নিউ ঝালকাঠি লবন মিল পর্যন্ত জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। অথচ জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘ ২০ বছর ধরে সংস্কার করা হয়নি। নদীভাঙন রোধেও নেয়া হয়নি কোনো পদক্ষেপ। এ সড়ক দিয়ে যানবাহন-তো দূরের কথা মানুষের যাতায়াতই কষ্টসাধ্য।
তারা আরো জানান, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার জন্যও কোনো ব্যবস্থা নেই। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও লবন কারখানার শ্রমিকরা।
অল্প সময়ের মধ্যে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের।
এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী কাজী কামাল, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ ইলিয়াস, মো: জুন্নুন হোসাইন ও কলেজছাত্র মিরাজ খান।
মন্তব্য